Breaking
26 Dec 2024, Thu

বৌভাতে নববধূকে পেঁয়াজ উপহার দিল প্রতীক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রান্না ঘরে চোখে জল আনার কাজ যার, সে এখন আম জনতার চোখে জল নিয়ে এসেছে। শুধু তাই নয়, সেই জলের জেরে উত্তাল সারা দেশ ! খাবে কি ? আপেল না পেঁয়াজ ? তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষজন। পেঁয়াজের বদলে জায়গা করে নিয়েছে আপেল, মুলো, শশা। কিন্তু তা বলে কি মানুষ পেয়াঁজ খাবে না ? তা কি হয় আমিষ বাঙালির ! তাই কম করে হলেও পেয়াঁজ এখনও চলছে কেনা-কাটায়। তাই রান্না ঘর থেকে এখনও উপহারের তালিকায় নাম লিখিয়েছে পেয়াঁজ। বিয়ে বাড়িতে পেঁয়াজ উপহার দিলেন ঝাড়গ্রামের এক যুবক। গত শুক্রবার রাতে ঝাড়গ্রাম শহরে সুচেতন এবং তমালিকার বৌভাতে ২ কিলো পেয়াঁজ কিনে উপহার দিলেন বৌভাতে আমন্ত্রিত প্রতীক মৈত্র।

Developed by