Breaking
26 Dec 2024, Thu

উলুবেড়িয়া উত্তাল, হাওড়া স্টেশনে দাঁড়িয়ে স্টিল এক্সপ্রেস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এনআরসি ইস্যুতে উত্তাল রাজ্যের উলুবেড়িয়া। উলুবেড়িয়ায় রেল লাইনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। যার জেরে হাওড়া থেকে খড়গপুর গামী কোন ট্রেন আর ছাড়ছে না। খড়গপুর-টাটার লাইফ লাইন হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস এখনও ছাড়েনি হাওড়া স্টেশন থেকে। রাত ১০ টাতেও দাঁড়িয়ে স্টিল এক্সপ্রেস।

Developed by