ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার বেলিয়াবেড়াতে বিদ্যুৎ দপ্তরের কিয়স্ক মেশিনের উদ্বোধন হল। এতে খুশি এলাকার বিদ্যুৎ পরিষেবার গ্রাহকরা। বেলিয়াবেড়া থেকে গোপীবল্লভপুরের দূরত্ব প্রায় ১৫ কিমি।
এতদিন সেই পথ পেরিয়ে আসতে হল বিদ্যুৎ এর বিল মেটাতে। এবার থেকে গ্রাহকরা বেলিয়াবেড়াতেই বিদ্যুৎ পর বিল দিতে পারবেন। আর আসতে হবে না গোপীবল্লভপুরে। আর তাতেই খুশি এলাকার বিদ্যুৎ পরিষেবার সঙ্গে যুক্ত গ্রাহকরা।