Breaking
1 Nov 2024, Fri

নয়াগ্রামে সুবর্ণরেখা নদীতে স্নান নেমে জলে তলিয়ে মৃত্যু হল নবম শ্রেণির এক পড়ুয়ার, অসুস্থ আরো দু’জন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার দুপুরে নয়াগ্রামে সুবর্ণরেখা নদীতে স্নান নেমে জলে তলিয়ে মৃত্যু হল নবম শ্রেণির এক পড়ুয়ার। মৃত ছাত্রের নাম পল্লব মান্না(১৫)। নয়াগ্রামের বড়খাঁকড়ি জনকল্যাণ বিদ্যাপীঠের পড়ুয়া সে। আজ দুপুরে থুরিয়া গ্রাম সংলগ্ন সুবর্ণরেখা নদীতে স্নান করতে নামে তিন ভাই। জেঠতুতো দাদা বিকাশ মান্না ও ভাই উৎপল মান্নার সঙ্গে স্নান করতে নেমেছিল পল্লব মান্না। স্নান করার সময়ে জলের স্রোতে তলিয়ে যায় পল্লব। ভাইকে জলে তলিয়ে যেতে দাদা বিকাশ তুলতে গিয়ে সে নিজেই জলের স্রোতে ডুবে যায়। এহেন দৃশ্য দেখে এক সামান্য নদীর জলেই অজ্ঞান হয়ে পড়ে আরেক ভাই উৎপল মান্না। স্থানীয় বাসিন্দারা যাঁরা ওই সময় মাছ ধরছিলেন নদীতে। তাঁরা দেখতে পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে। প্রথমে বিকাশ ও উৎপলকে উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তার এক ঘন্টা পর পল্লবের দেহ উদ্ধার জল থেকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পল্লবকে মৃত বলে ঘোষণা করে। বিকাশ ও উৎপল নয়াগ্রাম হাসপাতালেই ভর্তি রয়েছে। এলাকায় এহেন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

Developed by