Breaking
26 Dec 2024, Thu

শহরবাসীকে সচেতন করতে সাইকেলে প্ল্যাকার্ড লাগিয়ে বিভিন্ন ওয়ার্ডে ঘুরছেন ঝাড়গ্রামের মহকুমা শাসক তথা পুরসভার প্রশাসক সুবর্ণ রায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শহরবাসীকে সচেতন করতে সাইকেলে প্ল্যাকার্ড লাগিয়ে বিভিন্ন ওয়ার্ডে ঘুরছেন ঝাড়গ্রামের মহকুমা শাসক তথা পুরসভার প্রশাসক সুবর্ণ রায়। শুক্রবার বিকেলে পুরসভার কর্মীদের নিয়ে ঝাড়গ্রাম শহরের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক সাইকেল র্যা লি করেন মহকুমা শাসক। ডেঙ্গু বিষয়ক, প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতা প্রচারের পাশাপাশি পাণীয় জল অপচয় রোধের বার্তাও দেওয়া হয়। সেই সঙ্গে পুরসভা এলাকাকে সার্বিক ভাবে স্বচ্ছ ও পরিস্কার রাখার আহ্বান জানান মহকুমা শাসক তথা প্রশাসক সুবর্ণ রায়। প্রতি মাসে এধরনের র্যা লি করা হবে জানায়িছেন ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক সুবর্ণ রায়।

Developed by