Breaking
26 Dec 2024, Thu

ঝাড়গ্রাম জেলা জুড়ে তৈরি হওয়া লোধা-শবরদের নির্নীয়মান পাকা বাড়ি পরিদর্শন করলেন জেলা পরিষদের দুই সচিব

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা জুড়ে তৈরি হওয়া লোধা-শবরদের নির্নীয়মান পাকা বাড়ি পরিদর্শন করলেন জেলা পরিষদের দুই সচিব। নয়াগ্রাম ব্লকের গোখুরপাল গ্রামে লোধা-শবরদের পাকা বাড়ির কাজ কিভাবে তৈরি হচ্ছে তা খতিয়ে দেখতে যান জেলা পরিষদের সচিব ও ডেপুট সচিব। সাঁকরাইল ব্লকের রগড়া, আঁধারী গ্রাম, ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমূল, লোধাশুলি পঞ্চায়েতের গ্রাম গুলিতেও পরিদর্শন করেন।

Developed by