Breaking
1 Nov 2024, Fri

হৃদরোগে আক্রান্ত রোগীর পাশে দাঁড়াল ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্যদপ্তর, সরকারি সুবিধা প্রাপ্ত স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেওয়া হল পরিবারের হাতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : হৃদরোগে আক্রান্ত রোগীর পাশে দাঁড়াল ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্যদপ্তর। সরকারি সুবিধা প্রাপ্ত স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দেওয়া হল পরিবারের হাতে। গত ৭ ডিসেম্বর ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের বাসিন্দা অর্চনা ঘোষের স্বামী অমিত ঘোষ, ৫০ বছর বয়সী হৃদরোগে আক্রান্ত হয়ে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশ্যালিটির সিসিইউতে ভর্তি হয়। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের সিসিইউতে প্রাথমিক চিকিৎসা হলেও
আরো ভালো চিকিৎসার জন্য অমিতবাবুকে কলকাতার সরকারি হাসপাতালে রেফার করা হয়। অর্চনা ঘোষ স্ব-সহায়ক দলের সদস্য হলেও তাঁর স্বাস্থ্যসাথী কার্ড ছিল না। বিষয়টি জানতে পেরে নিয়ম মেনে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে কার্ডটি করে দেওয়া হয়। বুধবার হাসপাতালেই অর্চনা দেবীর হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তৈরি করে তুলে দেয় ঝাড়গ্রাম হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন স্বাস্থ্যসাথী কার্ড সহ স্বামীকে কলকাতার হাসপাতালে নিয়ে গিয়েছেন অর্চনাদেবী। ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন,‘ওই পরিবার স্বাস্থ্যসাথী কার্ডের অধিকারি হলেও তাঁদের হাতে সেই কার্ড ছিল না। বিষয়টি আমরা জানতে পেরেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত কার্ডটি করে দেওয়া হয়। ওই কার্ড থাকলে সরকারি এবং নথিভুক্ত কয়েকটি বেসরকারি হাসপাতালে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা খরচে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়।’

Developed by