Breaking
26 Dec 2024, Thu

সিনেমার চিত্রই ফুটে উঠল বাস্তবের মাটিতে! তিন বছরের জীবন্ত শিশুকন্যাকে জঙ্গলে ফেলে পালিয়ে যাওয়ার সময় বাবা-মা সহ এক প্রতিবেশিকে আটক করল মানিকপাড়া থানার পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া থানার অন্তর্গত বামুনমারার জঙ্গলে তিন বছরের নিজের শিশুকন্যাকে জীবন্ত ফেলে পালিয়ে যাওয়ার সময় বাবা-মা সহ এক প্রতিবেশিকে স্থানীয় তিন যুবকের সহযোগিতায় আটক করল মানিকপাড়া থানার পুলিশ। দম্পতিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলার দেহাজুড়ি গ্রামে বাসিন্দা। পুলিশি জেরায় ওই দম্পতি স্বীকার করেছেন তাঁদের কন্যা সন্তানটি জন্ম থেকেই অসুস্থ। মানসিক ভারসাম্যহীন কন্যা সন্তানের জন্য অনেক জায়গায় চিকিৎসা করানোর পরেও সুস্থ হবে না বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা। তারপরেই নিজের জীবন্ত শিশুকন্যাকে জঙ্গলে ফেলে পৃথিবীর আলো থেকে মুছে দিতে চেয়েছিলেন মা। মা অন্নপূর্ণা পাত্র বলেন,‘পাড়া প্রতিবেশি অনেক কথা শুনাতো। আর বাচ্চাটি শুধু কাঁদত। আমি আর পারছিলাম না ওকে মানুষ করতে। অনেক কষ্টে ফেলে দিতে এসেছিলাম।’ পুলিশ ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে শিশুকন্যাটিকে চিকিৎসার জন্য ভর্তি করে। আইনত ব্যবস্থা গ্রহণের কাজও শুরু করেছে মানিকপাড়া থানার পুলিশ।

Developed by