Breaking
25 Dec 2024, Wed

বাঙালির ধুতি ও শাড়ি পরেই মঞ্চে নোবেল পুরস্কার নিলেন বন্দ্যোপাধ্যায় দম্পতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাঙালির কাজের পরিধিকে বার বার স্বীকৃতি দেয় বিশ্ব। তা থেকে পিছিয়ে নেয় পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান নোবেলও। এবারে বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী দুজনে একসঙ্গে নোবেল জয়লাভ করলেন গতকাল। আর সেখানেই কোট-সুট-প্যান্টের বদলে ধুতি ও শাড়ি পরে নোবেল মঞ্চে উঠলেন দুজনেই। আর তাতেই হাততালিতে ফেটে পড়ল সভাগৃহ। বাঙালির আভিজাত্যকে ফের সম্মান জানালেন বাঙালি সন্তান।
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে কুর্নিশ জানায় বাঙালি দম্পতিকে।

Developed by