ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম মহকুমার ফুটবল লিগে জয়ী হল ডিয়ারপার্ক ক্লাব। ঝাড়গ্রাম মহকুমার ক্রীড়া সংস্হার পরিচালনায় ঝাড়গ্রাম মহকুমা লিগ-২০১৯ শুরু হয়েছিল আগষ্ট মাসের ৩ তারিখ। তিনটি মাঠ ঝাড়গ্রাম স্টেডিয়াম,পুকুরিয়া সংগঠনী সংগঠনের মাঠ এবং গিধনী স্পোটিং ক্লাবের তিনটি মাঠে লিগ পর্যায়ে খেলা হয়েছিল। নক আউট পর্বের খেলা দুটি পুকুরিয়া সংগঠনী সংগঠনের মাঠে ও গিধনী স্পোটিং ক্লাবের মাঠে হয়। মঙ্গলবার ফাইনাল খেলা হয় ঝাড়গ্রাম স্টেডিয়ামে। তপন চক্রবর্তী মেমোরিয়াল ক্লাব ও ডিয়ারপার্ক ক্লাবের মধ্যে ফাইনাল খেলা হয়।ডিয়ারপার্ক ক্লাব ৫-১ গোলে জয়ী হয়।