Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রাম পুরসভায় ফের ওয়ার্ড ভিত্তিক উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট চালুর আশ্বাস দিলেন প্রশাসক সুবর্ণ রায়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম পুরসভায় ফের ওয়ার্ড ভিত্তিক উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট চালুর আশ্বাস দিলেন প্রশাসক সুবর্ণ রায়। মঙ্গলবার দুপুরে শহরের রবীন্দ্রপার্কে পুরসভার উদ্যোগে ক্রীড়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু, ঝাড়গ্রাম জেলার ক্রীড়া ও যুব দপ্তরের আধিকারিক প্রেমবিভাস কাঁসারি, ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক সুবর্ণ রায়, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক তুষার শতপথী, শহরের বিশিষ্ট যুব ব্যক্তিত্ব অজিত মাহাতো, উজ্জ্বল পাত্র প্রমুখ।

এদিন শহরের ২০টি ক্লাবের সদস্যদের হাতে ক্রীড়া সরঞ্জাম তুলে দেন উপস্থিত ব্যক্তিবর্গরা। ঝাড়গ্রাম পুরসভার প্রশাসক সুবর্ণ রায় বলেন,‘গত এক বছর ধরে আমরা চেষ্টা করছি ঝাড়গ্রাম শহরের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে নিয়ে আসার জন্য। আমরা আজকে প্রাক্তন ফুটবলার নিমাই খানকে সংবর্ধনা দিয়েছি। সেই সঙ্গে শহরের ২০টি ক্লাবকে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করেছি। শহরে আগে টুর্নামেন্ট হত, তা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যাতে খেলাধুলার মধ্য দিয়ে যুব সমাজ সুন্দর ভাবে বাঁচতে শিখবে।’

Developed by