Breaking
25 Dec 2024, Wed

লোধা-শবররা শপথ নিলেন নিজেদের শৌচাগার ব্যবহার করার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
সরকারি শৌচাগার পেয়েছেন তাঁরা। অথচ সেই শৌচাগার ব্যবহার করেন না তাঁরা। গত সপ্তাহে ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের আউলগেড়িয়ার লোধা-শবর গ্রামে পরিদর্শনে গিয়ে এমনই দৃশ্য দেখেছিলেন জেলাশাসক। তারপরই জেলা পরিষদের প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন জেলাশাসক আয়েশা রানি এ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আউলগেড়িয়া গ্রামে মিশন নির্মল বাংলা প্রকল্পে লোধা-শবরদের জন্য ৬১টি সরকারি শৌচাগার বানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে সেই লোধা-শবররা সেই শৌচাগার ব্যবহার করে না। জঙ্গলে-মাঠে যায় ভোরবেলা প্রকৃতির ডাকে সাড়া দিতে। যার জেরে নানা অঘটন ঘটনাও ঘটেছে। ঝাড়গ্রাম জেলা পরিষদের সচিব বর্ষারানি বসু, উপসচিব শান্তনু ঘোষ এবং ঝাড়গ্রামের ভারপ্রাপ্ত বিডিও চঞ্চল মণ্ডলরা ওই গ্রামে গিয়ে মানুষজনকে সচেতন করেন। জেলাশাসক আয়েশা রানি এ বলেন,‘গ্রামবাসীরা যাতে শৌচাগার ব্যবহার করেন তার জন্য এলাকায় একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। তাঁরা এরপর থেকে নজরদারি চালাবেন সত্যিই ব্যবহার করছেন কিনা। এ বিষয়ে আরো সচেতনতা প্রচার করা হবে আশেপাশের গ্রাম গুলিতে।’

Developed by