ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় শুরু হয়েছে তিনদিনের ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান। শুক্রবার সন্ধ্যায় শহরের বাছুরডোবা কমিউনিটি হলে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, প্রাক্তন পুর প্রধান দুর্গেশ মল্লদেব, মহকুমা শাসক সুবর্ণ রায়, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। প্রথম দিনের সাংস্কৃতিক সন্ধ্যার নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে “ছন্দক্” সংস্থা।