ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-ঝাড়গ্রাম শাখার কদমকানন ক্রসিং এ মুরগী গাড়ির ধাক্কায় রেলগেটের সঙ্গে যুক্ত হয়েছে হাইটেনশন বিদ্যুৎ তার। বিদ্যুৎ তারের সংযোগ হওয়ায় আগুন জ্বলছে মাঝে-মধ্যে। এমনকি স্টেশন চত্বর এলাকায়ও আগুনের ফুলকি ঝলসে পড়ে। রেলগেট দিয়ে কেউ যাতায়াত করতে পারছেন না। এমনকি রেলগেট বন্ধ না করা যাওয়ায় দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর-ঝাড়গ্রাম শাখায়
আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।