ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাবরি মসজিদ ধ্বংসের ৬ ডিসেম্বর দিনটিকে রক্তদানের সম্প্রীতিতে বাঁধল ঝাড়গ্রাম জেলার শিলদার বাম ছাত্র-যুবরা। শুক্রবার সকালে শিলদা শিবশক্তি সংঘের সভাগৃহে রক্তদানের আয়োজন করেছিল এসএফআই-ডিওয়াইএফআইয়ের শিলদা লোকাল কমিটি।
এদিন এসএফআই নেতা সৌতম মাহাতো, নেত্রী মধুশ্রী মজুমদার, ডিওয়াইএফআইয়ের নেতা অধীর পাল সহ মোট ৩৭ জন রক্তদান করেন। তার মধ্যে ২৪ জনই শিলদা কলেজের পড়ুয়া, যাঁরা প্রথমবার রক্তদান করলেন। অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা প্রসঙ্গে ঝাড়গ্রাম জেলার এসএফআইয়ের সম্পাদক সৌতম মাহাতো বলেন,‘রাম রহিমের মধ্যে ধর্ম নিয়ে খুন হয়! কিন্তু রক্তের প্রয়োজন হলে তখন কার রক্ত সে বিচার্য হয় না। তাই মানবতার স্বপক্ষে এবং বাবরি মসজিদের ধ্বংসের দিনটিকে সম্প্রীতির মেলবন্ধনে বাঁধতেই রক্তদানের উদ্যোগ।’