Breaking
24 Dec 2024, Tue

দিন বদলের পালা, ঝাড়গ্রাম জেলায় আলু লাগাচ্ছে মেশিন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দিন বদলের পালা, ঝাড়গ্রাম জেলায় আলু লাগাচ্ছে মেশিন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আসছে নিত্য নতুন কৃষি কাজের যন্ত্রপাতি। ধান লাগানো থেকে শুরু করে ধান কাটার মেশিন সহ আরো নিত্য নতুন আধুনিক মেশিন। এবার এল আলু লাগানোর মেশিন। ঝাড়গ্রাম সহ পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জায়গায় চলছে মেশিন দিয়ে লাগানো হচ্ছে আলু বীজ। শ্রমিক বা মজুরের সংকট মেটাতে বিজ্ঞানের আবিষ্কার। ১ বিঘা জমিতে ৬ জন মজুর সারাদিনে সম্পূর্ণ জমিতে আলু লাগাতেন। কিন্তু মেশিনে অনেক কম খরচে একদিনে প্রায় ৩ বিঘা জমিতে আলু লাগানো সম্ভব হচ্ছে। কোম্পানীর সিনিয়র ম্যানেজার অমিতাভ গুপ্ত জানান,’আমরা গত ৫ বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মেশিনের মাধ্যমে আলু রোপণ করছি। মেশিনের মাধ্যমে রোপন করার সুবিধা হল সব আলু সাইজে একই রকম হয় এবং সবুজ ভাব হয় না, খুব বৃষ্টি হলেও আলু পচবে না। তাই আমরা চাষীদের স্বার্থে বিভিন্ন জায়গায় মেশিনের সাহায্যে আলু লাগানোর ক্ষেত্রে উৎসাহ দিচ্ছি।’ বৃহস্পতিবার থেকে ঝাড়গ্রাম জেলায় শুরু হয়েছে মেশিনের মাধ্যমে আলু লাগানোর কাজ। চাষীরা খুব উৎসাহিত। আলু চাষি তাপস খান বলেন,’এখন মজুর পাওয়ার ক্ষেত্রে খুব সমস্যায় পড়তে হয়। দেখছি মেশিনের মাধ্যমে আলু বীজ লাগাতে অনেক কম খরচ

Developed by