Breaking
24 Dec 2024, Tue

বালি ডাম্পারের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, উত্তেজিত জনতা তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দিল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বালি ডাম্পারের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, উত্তেজিত জনতা তিনটি গাড়িতে আগুন লাগিয়ে দিল। বৃহস্পতিবার বিকেলে সাঁকরাইল ব্লকের আঁধারি গ্রাম পঞ্চায়েতের গড়ধরা গ্রামে ঘটনাটি ঘটেছে। বালি বোঝাই ডাম্পার এক সাইকেল আরোহীকে পেছনের দিক থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর। মৃতের নাম রঞ্জন সিং, বয়স ২০। তিনি কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে রোহিনীর দিকে যাচ্ছিলেন। উত্তেজিত জনতা তিনটি বালি ডাম্পারে আগুন লাগিয়ে দেয়।

Developed by