Breaking
24 Dec 2024, Tue

বুধবার অবাঞ্ছিত সদ্যোজাতদের জন্য ‘পালনা’র উদ্বোধন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার অবাঞ্চিত সদ্যোজাতদের জন্য ‘পালনা’র উদ্বোধন করলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক কৌশিক পাল, সমাজকল্যাণ আধিকারিক নাসরিন বারি, বিশিষ্ট চিত্রশিল্পী সঞ্জীব মিত্র, স্লেট শিল্পী সুবীর বিশ্বাস প্রমুখ। এদিন সরকারি অনুদানপ্রাপ্ত মানিকপাড়ার নিবেদিতা গ্রামীণ কর্মমন্দির আশ্রমের হোমে পালনার আনুষ্ঠানিক সূচনা হয়। হোম কর্তৃপক্ষের দাবি, ‘এর ফলে অবাঞ্ছিত সদ্যোজাত সন্তান না ফেলে এখানে ফেলে দিয়ে গেলে ৩ মিনিটের মধ্যে সাইরেন বাজবে। এবং সন্তানের যাবতীয় দেখভালের দায়িত্ব তাঁরা নেবেন।’

Developed by