Breaking
24 Dec 2024, Tue

খাতায় কলমে নয়, প্রশাসনের উদ্যোগে বাস্তবে শুরু হয়েছে গ্রামসভার মিটিং

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পঞ্চায়েত আইনে আছে। খাতায় কলমে আগে ছিল। কিন্তু বাস্তবে কোনদিন দেখতে পায়নি গ্রামবাসীরা। এমনকি এই মিটিং যে তাঁদের হক পাওনা, তাও বুঝতে পারেনি গ্রামের সাধারণ মানুষজন। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের নির্দেশে ব্লক প্রশাসনের উদ্যোগে বাস্তবে শুরু হয়েছে গ্রামসভার মিটিং। গ্রামসভার মিটিং দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে পারেন। তাঁদের মতামত নিয়েই গ্রামের উন্নয়ন করা হল গ্রাম পঞ্চায়েতের কাজ। কিন্তু এ বিষয়টি আগে ছিল কাগজে-কলমে। ঝাড়গ্রাম জেলা এতদিনে তা স্বচক্ষে দেখতে পেল! আর তাতেই পাথরা, লাউদহ, কুলটিকরি শ প্রভৃতি গ্রামের খুশি সাধারণ মানুষজন।

Developed by