Breaking
24 Dec 2024, Tue

স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ অ- এ অজগর ‘-এর ডিভিডি ও পোস্টার জেলাশাসকের হাতে তুলে দিল খুদে পড়ুয়ারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার জেলাশাসকের অফিস সাক্ষী থাকল এক অন্য দৃশ্যের! স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ অ- এ অজগর ‘-এর ডিভিডি ও পোস্টার জেলাশাসকের হাতে তুলে দিল ঝাড়গ্রাম ব্লকের শিরশি প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা। পরিচালক কুন্তল খান্না সিনেমাটি নির্মাণ করেছেন। এহেন উপহার পেয়ে খুশি জেলাশাসকও।

Developed by