Breaking
24 Dec 2024, Tue

জন্মদিনে বন্ধুর বাবা বিজেপি নেতার হাতেই নাবালিকা বান্ধবী যৌন নির্যাতনের শিকার হলেন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জন্মদিনে বন্ধুর বাবা বিজেপি নেতার হাতেই নাবালিকা বান্ধবী যৌন নির্যাতনের শিকার হল। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানা এলাকায়। নাবালিকার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিজেপি নেতা চিন্ময় মণ্ডলকে গ্রেফতার করেছে। তিনি বিজেপির এসসি মোর্চার সদ্য প্রাক্তন জেলা সভাপতি। পুলিশে নাবালিকার বাবা অভিযোগ জানিয়েছেন,‘গত সোমবার রাতে বিজেপি নেতা চিন্ময় মণ্ডলের বাড়িতে তার ছেলের জন্মদিন উপলক্ষে আমার মেয়ে গিয়েছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর রাত্রিতে আমার বাড়িতে ছাড়তে আসার নাম করে মারুতি গাড়িতে চাপিয়ে একটি অন্ধকার নির্জন মাঠে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেছে মেয়েকে।’ বিষয়টি জানতে পেরে এলাকার বাসিন্দারা চড়াও হয় চিন্ময়ের বাড়িতে। মঙ্গলবার চিন্ময়কে ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক আনন্দকুমার তিওয়ারির এজলাসে তোলা হয়। পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। সরকারি আইনজীবী শুভাশিস দ্বিবেদী বলেন,‘ঘটনার তদন্তের জন্য বিচারক ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছন।’

Developed by