Breaking
24 Dec 2024, Tue

মঙ্গলবার সন্ধ্যায় সাঁকরাইল ব্লকের রোহিনীর ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল শিক্ষকের স্ত্রী ও তাঁর শিশুকন্যার দেহ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার সন্ধ্যায় সাঁকরাইল ব্লকের রোহিনীর ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল শিক্ষকের স্ত্রী ও তাঁর শিশুকন্যার দেহ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই শিক্ষকের নাম বুদ্ধদেব মণ্ডল। তিনি সাঁকরাইল ব্লকের লাউদহ হাইস্কুলের শিক্ষক। তাঁর স্ত্রীর নাম মীতা মণ্ডল ও চার বছরের শিশুকন্যা দেবলীনা মণ্ডল। শিক্ষকের আদি বাড়ি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট এলাকায়। এদিন সন্ধ্যায় বাড়ির দরজা ভেঙে মায়ের ঝুলন্ত দেহ এবং খাটের উপর মেয়ের মৃতদেহ উদ্ধার করে সাঁকরাইল থানার পুলিশ। এলাকায় এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ।

Developed by