Breaking
23 Dec 2024, Mon

মনের কথায় চোখে জল গ্রাহকদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মনের কথা বলার দিন শেষ! অন্তত মোবাইল ফোনে। গত ২ ডিসেম্বর থেকে সমস্ত মোবাইল কল চার্জ বেড়ে গিয়েছে। একই মোবাইল নেটওয়ার্ক ছাড়া বাকি সমস্ত নেটওয়ার্কে কথা বলার জন্য মাসে সাড়ে ১৬ ঘন্টা সময় বরাদ্দ। যার ফলে এখন চোখে জল গ্রাহকদের। সেই সঙ্গে বাড়ানো হয়েছে রিচার্জ এর টাকাও। প্রায় ২০০ টাকা করে বেড়ে গিয়েছে রিচার্জ রেট।

Developed by