Breaking
23 Dec 2024, Mon

কচি-কাঁচাদের খেলায় সবুজের বার্তা দিলেন শিলদার অবর বিদ্যালয় পরিদর্শক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
কচি-কাঁচাদের খেলাতেও সবুজের বার্তা দিলেন অবর বিদ্যালয় পরিদর্শক। সোমবার বিনপুর-২ চক্রের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে চক্র ক্রীড়ার আয়োজন করা হয়। শিলদা তরুণ সঙ্ঘের মাঠে ওই খেলায় অংশগ্রহণ করে ৮৫টি প্রাথমিক ও শিশুশিক্ষা কেন্দ্রের পড়ুয়ারা। বালক-বালিকা দৌড়, লং জাম্প, হাই জাম্প সহ মোট ২৮টি বিভাগে মোট ১৪০ জন খুদে প্রতিযোগী অংশ নেয়। সমস্ত প্রতিযোগীকে পুরস্কারের পাশাপাশি একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু, জেলা বিদ্যালয় পরিশর্দক (প্রাথমিক) শুভাশিষ মৈত্র, বেলপাহাড়ির বিডিও বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রাহাল হাঁসদা প্রমুখ। বিনপুর-২ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রকাশ নাথ বলেন,‘চক্র ক্রীড়ায় প্রত্যেক খুদে পড়ুয়াদের উৎসাহ দেওয়ার জন্য সমস্ত প্রতিযোগীকে পুরষ্কৃত করা হয়েছে। সেই সঙ্গে খুদেদের মাধ্যমে সবুজের বার্তা ছড়িয়ে দিতেই প্রত্যকের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়েছে। যাতে আগামী পরিবেশকে বাঁচাতে ছোট থেকেই সচেতনতার বার্তা সমাজে ছড়িয়ে পড়ে। শিশুরা চারাগাছ নিয়ে বাড়ি ফিরলে সেই গাছকে যত্ন করে অভিভাবকরা স্মারক হিসেবে বড় করে তুলবেন।’

Developed by