ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: রবিবার পয়লা ডিসেম্বর হাওড়া থেকে আপ ইস্পাত এক্সপ্রেস সকাল ৬ টা ৫৫ মিনিটের পরিবর্তে সকাল ৯ টা ১০মিনিটে ছাড়বে। রেল সূত্রে জানানো হয়েছে, হাওড়া কার শেড এলাকায় রক্ষণাবেক্ষণের জন্য শনিবার রাত ১১;৪৫ থেকে রবিবার সকাল ৮ টা পর্যন্ত প্রায় ১১ঘন্টা বন্ধ থাকবে রেল পরিষেবা। এই কারণে রবিবার সকালের আপ ও ডাউন দুই পাঁশকুড়া লোকাল বাতিল করা হয়েছে। ফলকনামা এক্সপ্রেস সকাল ৭.২৫ মিনিটের পরিবর্তে ছাড়বে সকাল ৯.২০ তে। দিঘাগামী তাম্রলিপ্ত এক্সপ্রেসকে রবিবার সাঁতরাগাছি থেকে ছাড়া হবে।
সকালের হাওড়াগামী তিনটি ডাউন ট্রেনকে খড়গপুর ডিভিশনের বিভিন্ন স্টেশনে থামিয়ে রাখা হবে।