Breaking
1 Nov 2024, Fri

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় ৬০ লক্ষ টাকায় ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের তৈরি হল নতুন ছাত্রীনিবাস

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় ৬০ লক্ষ টাকায় ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের তৈরি হল নতুন ছাত্রীনিবাস। ‘নিবেদিতা ভবন’ নামাঙ্কিত ওই দোতলা ভবনের ছাত্রীনিবাসটি তৈরি করা হয়েছে। শনিবার ‘নিবেদিতা ভবনে’র শুভ উদ্বোধন করেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। এই স্কুলে ছাত্রীনিবাস ছিল না। মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পে ৬০ লক্ষ টাকা খরচ করে দোতলা ছাত্রীনিবাসটি তৈরি করা হয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন বলেন,‘এবারে ছাত্রীনিবাসে ৫০ জন ছাত্রী থাকতে পারবে।’

Developed by