ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মুখে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবে তা করে দেখালেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন, সেচ, পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি। কয়েকদিন আগেমুর্শিদাবাদের সাগরদীঘিতে গিয়ে কাশ্মীরে গিয়ে উগ্রপন্থীদের হাতে নিহত শ্রমিকদের পরিবারের একজন সদস্যকে চাকুরি দেওযার প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রী শুভেন্দু। শুক্রবার সেই নিহত পরিবার গুলির পরিজনদের যোগ্যতা অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের নিয়োগপত্র কলকাতার নিজের দপ্তরে হাতে তুলে দেন মন্ত্রী। তিনি শুধু মন্ত্রী নন, ওই জেলার দলীয় পর্যবেক্ষকের দায়িত্বেও রয়েছেন রাজ্যের পরিবহন, জলসম্পদ উন্নয়ন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর হাতে চাকুরির নিয়োগপত্র পেয়ে মুখে হাসি ফুটেছে দরিদ্র পরিবার গুলির। তাঁরা জানিয়েছেন,’অনেক নেতা তো প্রতিশ্রুতি দিয়ে যান। তারপর ভুলে যান। কিন্তু উনি ব্যতিক্রম। উনি মনে রেখে আমাদের কলকাতায় নিয়ে গিয়ে যেভাবে নিয়োগপত্র দিয়েছেন তাতে আমরা আজীবন উনার কাছে কৃতজ্ঞ ও ঋণী থাকব। আর আজকে সবচেয়ে অবাক লাগছে সেই প্রতিশ্রুতি সত্যিই হল! আমরা রাজ্য সরকারের সহানুভূতির জন্য চির কৃতজ্ঞ থাকব।’