Breaking
23 Dec 2024, Mon

বেআইনি চোলাই মদের দোকান বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলেন মহিলা সহ ২, অভিযোগ জানালেন জেলাশাসককে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার মুড়াবনি এলাকাতে বেআইনি চোলাই মদের দোকান বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলেন এক মহিলা সহ মোট তিনজন। পুলিশ না অভিযোগ নেওয়ায় জেলাশাসকের দ্বারস্থ হলেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার রাতে ওই দোকান বন্ধ করতে গিয়ে উল্টে দোকানের লোকজন এক মহিলার পেটে লাথি মারার ফলে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। আরও দু’জন গ্রামবাসীর মাথা রড দিয়ে ফাটিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ,‘এক সিভিক ভলান্টিয়ার ওই মদ ব্যবসায়ীদের মদত দিচ্ছেন।’ পুলিশ অভিযোগ না নেওয়ায় শুক্রবার জেলাশাসকের কাছে অভিযোগ জমা দেন গ্রামবাসীরা। অভিযোগ পেয়েই জেলাশাসক আয়েষা রানি এ আবগারি দফতরকে মুড়াবনি গ্রামে লাগাতার অভিযানের নির্দেশ দিয়েছেন। আর পুলিশকে তদন্ত করে পদক্ষেপ নিতে বলেছেন।

Developed by