ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দুনীর্তি রুখতে এবার অন্য পলিসি নিল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। আগে তালিকায় নাম থাকা উপভোক্তাদেরই বাংলার আবাস যোজনার বাড়ি দেওয়া হত। তাতেই অনেক ক্ষেত্রেই স্থানীয় জনপ্রতিনিধিদের স্বজনপোষনের অভিযোগ তুলতেন গ্রামবাসীরা। এবার তাই সরজমিনে জেলা প্রশাসনের আধিকারিকরা বাড়ি ও জায়গা পরিদর্শন করেই বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির ক্ষেত্রে শিলমোহর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঝাড়গ্রামের জেলা প্রশাসন। এতে দুর্নীতি যেমন রোধ করা যাবে তেমনি আসল উপভোক্তারা সরকারি সেই সুবিধা পাবেন।