Breaking
23 Dec 2024, Mon

লালগড় ব্লকে সরকারি মূল্যে ধান কেনার জন্য বৈঠক হল বিডিও হলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লালগড় ব্লকে সরকারি মূল্যে ধান কেনার জন্য বৈঠক হল বিডিও-র মিটিং হলে। শুক্রবার লালগড় ব্লকের মিটিং হলে ধান কেনার সিপিসি সেন্টার গুলিকে নিয়ে রাইস মিল মালিক ও সঙ্ঘদের বৈঠক হয়। কিভাবে আগামী দিনে চাষিদের কাছ থেকে সুষ্ঠুভাবে ধান কেনা হবে তার প্রস্তুতি বৈঠক হয়।

Developed by