Breaking
23 Dec 2024, Mon

গোপীবল্লভপুর ২ নং ব্লকের গঙ্গাবাঁধে বালি গাড়িতে জখম এক, রাস্তা অবরোধ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গোপীবল্লভপুর ২ নং ব্লকের গঙ্গাবাঁধে বালি গাড়িতে জখম হলেন এক ব্যক্তি। প্রতিবাদে রাস্তা অবরোধ করলেন গ্রামবাসীরা। জখম ওই ব্যক্তির নাম প্রেমচান্দ সিং(২৭)। তাঁর বাড়ি ওই ব্লকের তারাঢিহা গ্রামে। শুক্রবার সকালে তিনি বাইকে করে যাওয়ার সময়ে গঙ্গাবাঁধে দুর্ঘটনার কবলে পড়েন। একটি বালি ভর্তি ডাম্পার পিছন দিক থেকে এসে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয়ে তিনি এখন ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন। গ্রামবাসীরা পলাতক লরি ও চালককে গ্রেপ্তারের দাবিতে আধঘন্টা পথ অবরোধ করেন।

Developed by