Breaking
23 Dec 2024, Mon

বেকার যুবকদের স্ব-নির্ভরতার উদ্দেশ্যে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানা পুলিশের উদ্যেগে ” মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জঙ্গলমহলের বেকার যুবকদের স্বনির্ভরতার উদ্দেশ্যে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানা পুলিশের উদ্যেগে ” মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচি “। শুক্রবার নয়াগ্রাম থানা সংলগ্ন মাঠে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের সবুজ পতাকা নাড়িয়ে সূচণা করেন পুলিস সুপার অমিতকুমার ভরত রাঠোর, জেলা পরিষদের সহ-সভাধিপতি মধুসূদন সরেন ও জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ উজ্জ্বল দত্ত। উপস্থিত ছিলেন নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষ, নয়াগ্রাম থানার আইসি। নয়াগ্রাম থানার ১০০ জন যুবককে মোটর ড্রাইভিংয়ের প্রশিক্ষণ শুরু হয়েছে। তিনমাস ধরে চলবে এই প্রশিক্ষণ।পুলিসই এই যুবকদের প্রশিক্ষণ দেবে। প্রশিক্ষণ শেষে তাঁদের লাইসেন্স ও সার্টিফিকেট পাবে।

Developed by