Breaking
23 Dec 2024, Mon

লোধা-শবরদের পাকা বাড়ি তৈরি করে দিচ্ছে মমতার সরকার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দেশ স্বাধীন হওয়ার পর বরাবরই উপেক্ষিত ছিলেন এরাজ্যের লোধা-শবররা। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তাঁদের জন্য পৃথক সেল তৈরি করেছিল। র সেই কাজে এবারে গতি এল ঝাড়গ্রাম জেলায়।

ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এবার দ্রুত গতিতে সেই কাজ শুরু হয়েছে। বেলপাহাড়ি ব্লকের চাকাডোবা গ্রামে চলছে লোধা-শবরদের কংক্রিট বাড়ির পাকা ছাদ ঢালাইয়ের কাজ। আর কিছুদিনের মধ্যেই সেই বাড়ি গুলিতে থাকতে পারবেন দরিদ্র মানুষজন। এতদিন মাথার উপর কোন ছাদ ছিল না প্রত্যন্ত এলাকার মানুষজনের।

Developed by