Breaking
23 Dec 2024, Mon

বাঁশপাহাড়ির ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার তুলে দিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার বিকেলে বেলপাহাড়ি পশ্চিম চক্রের ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার তুলে দেওয়া হল খুদে পড়ুয়াদের হাতে। এদিন ধমসা-মাদলের বোলে সুসজ্জিত পদযাত্রা করে বাঁশপাহাড়ি স্কুল ফুটবল ময়দানে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুষ্ঠানে বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভানেত্রী রাহালা হাঁসদা বেলপাহাড়ি পশ্চিম চক্রের পতাকা উত্তোলন করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান বীরবাহা সোরেন টুডু, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভানেত্রী রাহালা হাঁসদা, সমিতির পূর্ত কর্মাধক্ষ্য বিকাশ সর্দার, অবর বিদ্যালয় পরিদর্শক ওসমান আলি মণ্ডল,বাঁশপাহাড়ি থানার ওসি,বিশিষ্ট সমাজসেবী বুবাই মাহাতো প্রমুখ পুরস্কার তুলে দেন।

দৌড়, আলু দৌড়, লং জাম্প, হাই জাম্প, জিমন্যাস্টিক সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হয়। গত বছর এই চক্র থেকেই দুই খুদে পড়ুয়া রাজ্যস্তরে স্থানাধিকার লাভ করেছিল।

Developed by