ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোটের প্রচারে এসেই শুভেন্দু বলেছিলেন,’বয়সে আমার থেকে বড় হলেও রাজনীতিতে উনি আমার কাছে ছোট।’ আর সেই কথাটাই মিলে গেল ভোটের ফলের রেজাল্টে। খড়গপুর বিধানসভার উপ নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন প্রদীপ সরকার। আর বিজেপির প্রার্থী ছিলেন দিলীপের প্রেমচাঁদ ঝা। বাস্তবে লড়াইটা ছিল শুভেন্দু বনাম দিলীপ। লোকসভা ভোটে খারাপ ফলের পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখে দায়িত্ব দিয়েছিলেন শুভেন্দুর উপরে। আর সেই দায়িত্বের বৃত্ত সম্পূর্ণ করলেন শুভেন্দু অধিকারি। আর ভোটের লড়াইয়ে যুদ্ধ ছিল শুভেন্দু বনাম দিলীপ। আর সত্যিই রাজনীতিতে ‘অনেক ছোট’ প্রমাণ করে খড়গপুর বিধানসভার জয় ছিনিয়ে নিলেন শুভেন্দু অধিকারি।