Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রামে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর ও দলীয় কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর ও দলীয় কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুধবার রাতে ঝাড়গ্রাম শহরের ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পার্টি অফিসে ভাঙচুর ও দলীয় কর্মী সুরজ সিং কে মারধরের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সুরজ জখম হয়ে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঝাড়গ্রাম থানা থেকে মাত্র ১৫০ মিটার দূরে শাসকদলের পার্টি অফিসে বিজেপির ভাঙচুরের ঘটনায় হতবাক তৃণমূলের নেতারা! তারপরেই শহরের তৃণমূলের সব নেতা কর্মীরা এসে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জমায়েত থেকে স্লোগান উঠে,”শান্ত ঝাড়গ্রাম শহরকে অশান্ত করছো কেন বিজেপির গুন্ডা বাহিনী জবাব দাও? বিজেপির মদতে জেগে উঠা সিপিএমের দুষ্কৃতীরা দূর হটো। তৃণমূলের পার্টি অফিস ভাঙার জন্য বিজেপির নেতা অসীম নন্দী ও নন্দন ঠাকুর সহ বাকিদের গ্রেফতার করতে হবে।” এই একই বিষয় নিয়ে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে। এই ঘটনায় রাতেই অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন সুরজ সিং।

Developed by