ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা বিজেপির ১৮ টি মণ্ডলের মধ্যে ১৪টি মন্ডলের নতুন সভাপতির নাম ঘোষিত হয় সাংবাদিক সম্মেলন করে। মঙ্গলবার একথা জানিয়ে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষ। উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার সহ-সভানেত্রী পলি ঘোষ, জেলার নির্বাচনী পর্যবেক্ষক দ্বীপকুমার বেরা। সেখানে ঝাড়গ্রাম জেলার ১৮ টি মন্ডলের সভাপতিদের নাম ঘোষণা করেন তুষারকান্তি ঘোষ। আর তাতেই ক্ষোভ ছড়ায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। ঝাড়গ্রাম শহরের সভাপতি তুষার ঘোষালের পরিবর্তে নন্দন ঠাকুরকে নতুন সভাপতি করা হয়। যার জেরে মঙ্গলবার রাতেই একদল বিজেপি কর্মী-সমর্থক বাইক জেলা বিজেপির কার্যালয়ের পাশ দিয়ে যায়। তখন চিৎকার করে কর্মীরা বলতে শুরু করেন,’নতুন শহর সভাপতি মানছি না, মানব না।’ বিষয়টি অবশ্য কানে গিয়েছে জেলা নেতৃত্বের কানে। বুধবার সকালে আবার শিলদা মন্ডলের নতুন সভাপতি সব্যসাচী বরাটের বিরুদ্ধে পোস্টার পড়েছে। পোস্টার লেখা রয়েছে,’নতুন সভাপতি সব্যসাচী বরাটকে মানছি না, মানব না। অবিলম্বে সভাপতি পরিবর্তন করতে হবে।’ পোস্টারের নিচে লেখা,’বিজেপি সাপোর্টার’।