Breaking
26 Dec 2024, Thu

একশো দিনের কাজ সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে বিজেপি পরিচালিত পাথরা গ্রাম পঞ্চায়েতে গণস্মারকলিপি জমা দিল তৃণমূল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : একশো দিনের কাজ সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে বিজেপি পরিচালিত পাথরা গ্রাম পঞ্চায়েতে গণস্মারকলিপি জমা দিল তৃণমূল। মঙ্গলবার দুপুরে প্রায় এক হাজার তৃণমূল কর্মী-সমর্থক মিছিল করে এসে পাথরা গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায়। নেতৃত্বে ছিলেন পাথরা অঞ্চল সভাপতি তাপস মাহাতো, ব্লক কমিটির সদস্য প্রণব পাহাড়ী প্রমুখ। তণমূলের অঞ্চল সভাপতি তাপস মাহাতো বলেন,‘পাথরা গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ একশো দিনের কাজ পাচ্ছেন না। রাজ্য সরকার কোটি কোটি পাঠালেও সেই টাকা দিয়ে উন্নয়নের কোন কাজ হচ্ছে না। প্রায় ২ কোটি টাকার উন্নয়নের কাজের জন্য অনলাইন টেণ্ডার হলেও তা বার বার বাতিল করে দেওয়া হচ্ছে। এর ফলে এলাকার উন্নয়ন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে।’ বিজেপি পরিচালিত পাথরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মলিনা শিকদার ঢালি লিখিত ভাবে জানিয়েছেন,‘আগামী ২ ডিসেম্বর তারিখ মধ্যে যে সমস্ত তথ্য চাওয়া হয়েছে সে গুলি আমি লিখিত ভাবে জানিয়ে দেব।’

Developed by