Breaking
28 Dec 2024, Sat

বিধায়ক দুলাল মূর্মূর তহবিল থেকে পানীয় জলের ব্যবস্থা আদিবাসী পাড়াতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বিধায়ক দুলাল মূর্মূর তহবিল থেকে পানীয় জলের ব্যবস্থা আদিবাসী পাড়াতে। গোপীবল্লভপুর ২নং ব্লকের শিবানন্দপুর গ্রামে পানীয় জলের অসুবিধা ছিল অনেক দিন ধরেই। সেই প্রতিক্ষার অবসান হয়েছে। এতে খুশি এলাকাবাসী। গ্রামবাসীরা বলেন, আমাদের আদিবাসী পাড়াতে পানীয় জলের খুবই অসুবিধা ছিল। আজ অনেকদিন পর এলাকায় বসল সাবমারসেবল পাম্প সহ পাইপ লাইন। এই পাইপ লাইনের পাড়ার বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে পানীয় জল। এর জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই বিধায়ক দুলাল মূর্মূ কে।

Developed by