Breaking
27 Dec 2024, Fri

পড়াশুনার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দেয় ঝাড়গ্রামের প্রজায়িনী ছাত্রাবাসের পড়ুয়ারা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : চারদিকে প্লাস্টিক আবর্জনায় ভরে যাচ্ছে। দূষণ হচ্ছে সমাজ-পরিবেশ। সে দিকে দেখেও হুঁশ ফেরে না অনেকেরই। আর প্রকৃত শিক্ষা দিতেই পড়াশুনার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তাও দেয় ঝাড়গ্রামের প্রজায়িনী ছাত্রাবাস। সেখানকার পড়ুয়ারা এদিন তাঁদের ছাত্রাবাস সংলগ্ন এলাকা পরিষ্কার করার জন্য তৎপর হয়। পড়াশুনার ফাঁকেই মূল্যবোধ, সামাজিকতা বিষয়ে শিক্ষক দিলীপ দে-র উপদেশ মেনে চলেন পড়ুয়ারা। শুধু তাই নয়, বাস্তবের মাটিতে তা হাতে-কলমে প্রয়োগ করে পড়ুয়ারা। এদিন তেমনি ছবি দেখা গেল ঘোড়াধরা বিদ্যুৎ দপ্তরের পিছনের রাস্তায়।

Developed by