Breaking
26 Dec 2024, Thu

বৃষ্টি ছাড়াই, ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল প্রাঙ্গণে জমছে নোংরা জল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বৃষ্টির দেখা নেই, তুবও হাসপাতালের প্রাঙ্গণে জমছে নোংরা জল। এমনই চিত্র দেখা যাচ্ছে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে। আর নোংরা জলেই হাঁটতে বাধ্য হচ্ছেন রোগি ও রোগির পরিজনেরা। হাসপাতালের চত্বরের জমা জলের এলাকায় হাসপাতালের একটি গেট রয়েছে। ওই গেট দিয়ে রোগির পরিজনেরা যাতায়াত করেন। এমনকি সামনেই রয়েছে আউটডোরের গেট। এছাড়াও জমা জলের এলাকায় রোগির পরিজনদের বসার চেয়ার রয়েছে। মানুষজনরা সেই জমা জলের মধ্য দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন। আর নোংরা জলের মধ্যে হেঁটেই হাসপাতালে ঢুকছেন।

Developed by