Breaking
26 Dec 2024, Thu

উপপ্রধানের অভিনব উদ্যোগে লোধা শবর পরিবারগুলি হাতে পেল ব্যাঙ্কের নতুন পাশ বই

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়ার কালোঝড়িয়া গ্রামে লোধা শবর সম্প্রদায়ের বাস । সেই লোধা শবর দের এতদিন ছিলনা কোন ব্যাংক একাউন্ট, যার ফলে সরকারি কোন সুবিধাই তারা পেত না এতদিন সরকারি সুবিধা থেকে বঞ্চিত ছিল লোধা শবররা। উপ-প্রধান মহাশীষ মাহাতোর উদ্যোগে এবং স্টেট ব্যাংক এর সহযোগিতায় রবিবার ওই পরিবারের হাতে নতুন ব্যাংকের পাস বই তুলে দেওয়া হলো । যার ফলে সরকারি সাহায্য থেকে আর বঞ্চিত হবে না এই সমস্ত লোধা শবর পরিবারগুলিকে । উপপ্রধানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে লোধা শবর পরিবারগুলি ।

Developed by