Breaking
25 Dec 2024, Wed

পিঙ্ক বল টেস্টে জয়ী হল ভারত

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার সকালে খেলা শুরুর এক ঘন্টার মধ্যেই বাংলাদেশের বাকি উইকেট নিয়ে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টে জয় করল ভারত।হ্যামস্ট্রিং চোটের জন্য ব্যাট করতে নামেনি মহমুদুল্লাহ। ৪৬ রানে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টে জয় করল ভারত।
কলকাতার ইডেনে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১০৬ রানে অল আউট হয়ে যায়।ভারত ব্যাট করতে নেমে ৩৪৭ রান করে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রন জানাই।বাংলাদেশ শেষ পর্যন্ত ১৯৫ রান করে।যার পরিপ্রেক্ষিতে কলকাতার ইডেনে ৪৬ রানে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টে জয় করল ভারত। সিরিজের সেরা খেলোড়ায় ও এই ম্যাচের সেরা খেলোড়ায় হন ইসান্ত শর্মা।

ছবি : টুইটার

Developed by