ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ:
পাহাড় ঘেরা একদা ধাত্রীভূমি বেলপাহাড়ির দলদলি গ্রামে গিয়ে মানুষের সম্যসার কথা শুনলেন জেলাশাসক অায়েশা রানি। শনিবার দলদলি গ্রামে যান জেলাশাসক ও বেলপাহাড়ির বিডিও বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন জেলাশাসক। জেলাশাসক বলেন, ওই গ্রামে কাস্ট সার্টিফিকেট ও কৃষকবন্ধু প্রকল্পের শিবির করা হবে।