Breaking
27 Dec 2024, Fri

আমলাশোলে আইনি সচেতনতা শিবির করল জেলার আইনি পরিষেবা কমিটি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আমলাশোলে আইনি সচেতনতা শিবির করল জেলার আইনি পরিষেবা কমিটি। শনিবার ঝাড়গ্রাম মহকুমা আইনি পরিষেবা কমিটির উদ্যোগে এবং জেলা পুলিশ-প্রশাসনের সহযোগিতায় কমিউনিটি হলে এই শিবিরের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক(প্রথম) নাইয়ার আজম খান, সিজেএম এডুইন লেপচা, আইনি পরিষেবা কমিটির সম্পাদক সুব্রত বারিক, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা, বেলপাহাড়ির ডিএসপি রথীন্দ্রনাথ বিশ্বাস। সেখানকার লোধা-শবরদের আইনি পরিষেবা সম্পর্কে এবং বিনামূল্যে আইনি পরিষেবা বিষয়ে আলোকপাত করেন বিচারকরা।

Developed by