Breaking
29 Dec 2024, Sun

ফের ঝাড়গ্রাম শহরে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি, চিন্তায় ভিন রাজ্যের পোশাক বিক্রেতা থেকে এলাকাবাসী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি, চিন্তায় ভিন রাজ্যের পোশাক বিক্রেতা থেকে এলাকাবাসী। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের ১৫ নম্বর ওয়ার্ডে। গত অক্টোবর মাসে রাজীব কুণ্ডুর বাড়িতে দুটি রুম ভাড়া নিয়েছেন উত্তরপ্রদেশের শ্যামলী জেলার পান্থপুরা গ্রামের পোশাক বিক্রেতা শচীন রাঠোর, সত্যপাল রাঠোর সহ ছয় পোশাক বিক্রেতা। পোষাক বিক্রেতা শচীন রাঠোর বলেন,‘শীতের পোষাক নিয়ে বিক্রি করতে সকালে বেরিয়ে ছিলাম। দুপুর ২টা নাগাদ ঘরে এসে দেখি দরজার তালা ভাঙা। বাড়িতে ঢুকে দেখি সমস্ত পোশাক ফেলে দিয়েছে নিচে। আমাদের ব্যাগ থেকে ৪০ হাজার টাকা নিয়ে পালিয়েছে। সঙ্গে নতুন কিছু শীতের পোশাকও চুরি করে নিয়েছে।’ রাজীব কুণ্ডু বাড়িতে আসার পর পোশাক বিক্রেতা শচীন রাঠোর তাঁর সঙ্গে গিয়ে ঝাড়গ্রাম থানায় গিয়ে বিষয়টি লিখিত জানিয়েছেন। রাজীব কুণ্ডু বলেন,‘জন্ম থেকে এই বাড়িতেই আছি। কোনদিন এরকম চুরি ঘটেনি!’ ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Developed by