Breaking
9 Jan 2025, Thu

নবান্নের প্রস্তুতি চলছে জঙ্গলমহলে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নবান্নের প্রস্তুতি চলছে জঙ্গলমহলে। জমিতে ভরে উঠেছে সোনার ফসল। মাঠে মাঠে পাকা ধান কাটা চলছে জোরকদমে। সেই ধান মাঠ থেকে তুলে নিয়ে বাড়ি ফিরছেন চাষীরা। কারণ অগ্রাহয়ন মাস পড়েছে। গ্রাম-বাংলার ঘরে ঘরে তারই প্রস্তুতি। উৎসব আসন্ন। নবান্ন এর জন্য সাজছেন জঙ্গলমহলের মানুষজন। ধান থেকে চাল তৈরি করে সেই নতুন চাল দিয়েই তৈরি হয় নবান্ন। পিঠে-পুলির আয়োজন থেকে আরম্ভ করে সবকিছুই হয় তাই নবান্নের আগে। তাই তোড়জোড় চলছে ঝাড়গ্রাম জেলার গ্রামে গ্রামে।

Developed by