Breaking
10 Jan 2025, Fri

জামবনি ব্লকের বাঘুয়া শিশু শিক্ষা কেন্দ্র ৩ বছর ধরে পড়ে রয়েছে অকেজো সাবমার্সিবল পাম্প

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জামবনি ব্লকের বাঘুয়া শিশু শিক্ষা কেন্দ্র ৩ বছর ধরে পড়ে রয়েছে অকেজো সাবমার্সিবল পাম্প। ওই শিশু শিক্ষা কেন্দ্রে ২৩ জন খুদে পড়ুয়া পড়াশুনা করে। দেওয়া হয় মিড ডে মিল। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাধ্যমে তৈরি করা হয়ে ছিল সাবমার্সিবল পাম্পটি। কিন্তু সেই সাবমার্সিবল পাম্পটি অকেজো হয়ে পড়ে আছে ৩ বছর ধরে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে কোন উদ্যোগ নেওয়া হয়নি পাম্পটি সারাইয়ের জন্য। স্থানীয় মানুষজন থেকে শুরু করে রান্না কর্মী এমনকি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও বিষয়টি প্রশাসনকে জানালেও কোন কাজ হয়নি। শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা বলেন,’ওই সাবমার্সিবল পাম্পটি তাড়াতাড়ি সারাই করে দিলে খুদে পড়ুয়াদের জলের সমস্যা দূর হবে।’ তাছাড়াও মিড ডে মিল রান্না করার জন্য দীর্ঘ এক কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হয় মিড-ডে-মিল রান্নাকারীদের। সেই অসুবিধাও দূর হবে বলে আশা সকলের।

Developed by