Breaking
9 Jan 2025, Thu

সুবর্নরেখা মহাবিদ্যালয়ে এবিভিপির পতাকা পুড়ানোর অভিযোগ উঠলো তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সুবর্নরেখা মহাবিদ্যালয়ে এবিভিপির পতাকা পুড়ানোর অভিযোগ উঠলো তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। জানা গিয়েছে সোমবার রাতে সুবর্নরেখা মহাবিদ্যালয়ের সামনে থাকা এবিভিপর পতাকায় আগুল লাগিয়েছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ঠিক এমনটাই অভিযোগ করেন এবিভিপর কলেজ ইউনিটের সদস্যরা। এ বিষয়ে এবিভির সুবর্নরেখা কলেজ ইউনিটের সভাপতি মানস দন্ডপাট বলেন,”সোমবার রাতে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা এসে আমাদের পতাকায় আগুল লাগিয়ে দেয়।” তিনি আরও বলেন,’বর্গীডাঙা মোড়ে থাকা দুটি দোকানের মালিক সোমনাথ দাস ও প্রসিদরা ওদের দেখেন। তা থেকেই আমরা জানতে পারি যে ওরাই পুড়িয়েছে।’ যদিও এই অভিযোগ কে অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দে বলেন, “আমাদের কলেজে তাদের কোনো সংগঠনই নেই। ওদের পতাকা কে, কখন ছিঁড়ছে? কে, কখন পুড়ছে না পুড়ছে সেটা কি আমরা জানবো? ওটা বিষয়ে আমরা কিছুই জানিনা। ওরা যদি আমাদের কাউকে দেখে থাকে তাহলে হাতে হাতে ধরুক, প্রমাণ দিক যে আমাদের লোকই ছিঁড়েছে।”

Developed by