Breaking
6 Jan 2025, Mon

১৪ দিনের মাথায় ঝাড়গ্রাম শহরে কিনারা করল পুলিশ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চোর ও দুষ্কৃতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ১৪ দিনের মাথায় ঝাড়গ্রাম শহরে কিনারা করল পুলিশ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চোর ও দুষ্কৃতি। গত ৫ তারিখ শহরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা ভূদেব মাহাতোর বাড়ি থেকে রাতে প্যান্ট টেনে মানি ব্যাগ থেকে চুরি হয় ১লক্ষ ১৭ হাজার টাকা। ওই ঘটনায় শহরের নুননুনগেড়িয়ার বাসিন্দা বিল্টু ওরফে সৌমেন দত্ত গ্রেফতার করেছে। গত ১১ নভেম্বর বাছুরডোবায় পবন আগরওয়ালের দোকানে ঢুকে মাথায় অস্ত্র দিয়ে আঘাত করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠছিল। দুটি ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখেন ঝাড়গ্রাম থানার পুলিশ। ছোটবাবু ওরফে নভেন্দু বেজকে গ্রেফতার করেছে পুলিশ। ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো বলেন,‘বিল্টু ওরফে সৌমেন দত্ত এবং তার কাছ থেকে ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আরেক জনের কাছ থেকে ৭০০ টাকা উদ্ধার হয়েছে। একটি মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হয়েছে।’

Developed by